স্থানীয় খবর
ধুনটে ট্রাকচাপায় মুসল্লি নিহত
ধুনট(বগুড়া) সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলায় মসজিদে তাহাজ্জুদের নামাজ আদায় করে বাড়ি ফেরার সময় ট্রাক চাপায় আব্দুল হামিদ আকন্দ (৫০) নামে এক মুসল্লি নিহত হয়েছেন। নিহত আব্দুল হামিদ উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। রবিবার ভোর ৪টার দিকে বগুড়া-ধুনট সড়কের নান্দিয়ারপাড়া মসজিদের পাশে এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, আব্দুল হামিদ অন্যান্য মুসল্লির সাথে তাহাজ্জুদের নামাজ আদায় করে বাড়ির উদ্দেশ্যে নান্দিয়ারপাড়া মসজিদ থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় বগুড়াগামী অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল হামিদ মারা যান।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে আব্দুল হামিদের মৃতদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।