বগুড়ার বগুড়া ইয়ূথ কয়্যারে পাঁচ গুণীজনকে প্রদান
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার আঞ্চলিক ভাষার গান নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা ও জেলার ৫ গুণীজনকে সম্মাননা প্রদান করা হলো । শুক্রবার রাতে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে বগুড়া ইয়ূথ কয়্যারের ৪৪ বছরে পদাপর্ণ উপল্েয আলোচনা সভা সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা হামরা বগ্ড়ার ছোল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বগুড়া ইয়ূথ কয়্যারের প্রতিষ্ঠাকালিন সাধারণ সম্পাদক তৌফিকুল আলম টিপু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তি, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা। স্বাগত বক্তব্য রাখেন বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু।
আলোচনা শেষে দ্বিতীয় পর্বে নিজ আলোয় আলোকিত বগুড়ার পাঁচগুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। সমাজসেবা ও বগুড়ার অর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখায় টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধাপিকা ড. হোসনে আরা বেগমকে সম্মাননা প্রদান করা হয়। বগুড়ার উন্নয়নে ভূমিকা রাখা, পাঠকপ্রিয়তায় এগিয়ে রেখে জেলার সামাজিক, সংস্কৃতি, রাজনৈতিক সহ বিভিন্ন েেত্র উন্নয়নের অবদান স্বরুপ দৈনিক করতোয়া পত্রিকা সম্পাদক মোজাম্মেল হক, আঞ্চলিক সাহিত্যে কবি রাহমান ওয়াহিদ, আধুনিক বগুড়া গড়ার েেত্র এগিয়ে আসা গাজী রিয়েল এস্টেট লিমিটেড এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডা: গাজী সফিকুল আলম চৌধুরী এবং রানার প্রপার্টিজ এর পরিচালক ও বগুড়া রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইরুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়। শব্দ কথন সাহিত্য আসরের পরিচালক এইচ আলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানের তৃতীয় পর্বে সম্মাননা পাওয়া পাঁচগুণীজন এক সাথে বগুড়া ইয়ূথ কয়্যারের বিশেষ প্রকাশনা ‘বগুড়্যার ছোলের কথা’ এর মোড়ক উন্মোচন করেন। এটি সম্পাদনা করেন আব্দুল খালেক।