শেরপুরে দিনে দুপুরে বসতবাড়ি ভাংচুর করে লুটের অভিযোগ
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দিতে বিবাদমান জমিতে দিনে দুপুরে বসতবাড়ি ভাংচুর করে লুটের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে জাবেদ আলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সোমবার (১১)মে সকাল ৬ টার দিকে শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি উত্তরপাড়া বেলতলা এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানাগেছে, একই এলাকার হাফিজার,মোফাজ্জল,লেবু সহ কতিপয় ব্যক্তি সোমবার সকাল ৬ টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে জাবেদ আলীর বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। এরপর তাকে জীবননাশের হুমকি দিয়ে দুটি টিনের ঘর, টিনের বেড়া,আসবাবপত্র, নগদ টাকাসহ দুই লাখ টাকার জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে জাবেদ আলী দুপুরে একটি লিখিত অভিযোগ থানায় দাখিল করেছেন। তিনি জানান, এ জমি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. হুমায়ুন কবীর জানান, অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্তের জন্য এসআই ফজলুল হকের উপর দায়িত্ব দেয়া হয়েছে।