বগুড়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা আ:লীগের নেতৃবৃন্দ
ষ্টাফ রিপোর্টারঃ সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী শনিবার বিকেলে বগুড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ বগুড়া জেলা শাখার নেতৃত্বাধীন একটি দল।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনুর নেতৃত্বে পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে রাগেবুল আহসান রিপু ও টি জামান নিকেতা, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে প্রদীপ কুমার রায় ও আসাদুর রহমান দুলু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর কুমার রায়, উপ-প্রচার সম্পাদক আল রাজী জুয়েল, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস, সাধারণ সম্পাদক অসীম কুমার রায় প্রমুখ নেতৃবৃন্দ। পূজা মন্ডপ পরিদর্শন শেষে বাংলাদেশ আওয়ামীলীগ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু সন্তুষ্টি প্রকাশ করে সবার সাথে জেলা আওয়ামীলীগের পে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। তিনি আওয়ামীলীগের পে জেলা প্রশাসন ও জেলা পুলিশ সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।