স্থানীয় খবর
রোজা রেখে হাটু পানিতে নেমে কৃষকের ধান কেটে দিল বগুড়া জেলা ছাত্রলীগ
বগুড়া সদর সাবগ্রাম উত্তর পাড়া খালেক খন্দকারের ১বিঘা জমির ধান রোজা রেখে হাটু পানিতে নেমে ধান কেটে দিলো বগুড়া জেলা ছাত্রলীগ। জেলার প্রচার সম্পাদক মুকুল ইসলাম এর নেতৃত্বে এক ঝাক মেধাবী নেতাকর্মী সকাল নয়টায় ওই জমিতে ধান কাটা শুধু করে। তারপর তারা ধান কেটে মারাই করে কৃষকের ঘরে তুলে দেন।
এসময় বগুড়া জেলা ছাত্রলীগ নেতা সবুজ বিশ্বাস, শামীম আহম্মেদ, জিম, সজিব, সাওরিন, মনিন, আফাজ, সজিব, মেহেদী, নয়ন, মনির, রুমান ও রিয়াদ উপস্থিত ছিলেন।প্রেস বিজ্ঞপ্তি