দেশের খবর

দুর্নীতির চক্র ভাঙতেই শুদ্ধি অভিযান- কাদের

Spread the love

শেরপুর ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারা দেশে যে শুদ্ধি অভিযান চলছে তা কোনো দল বা গোষ্ঠীর মধ্যে নয়। বাংলাদেশ থেকে দুর্নীতির চক্র ভেঙে দিতেই এ অভিযান। প্রধানমন্ত্রী দুর্নীতি-দুর্বৃত্তায়ন ও মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। এই অভিযান অব্যাহত থাকবে। এ অভিযান দেশের শান্তির জন্য।
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শনিবার দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ শেষে মন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে এ বস্ত্র বিতরণ করা হয়। ওবায়দুল কাদের বলেন, একটি কুচক্রী মহল এ অভিযানে খুশি নয়। তারা দেশের মানুষের শান্তি চায় না। এরা সবার শত্রæ, ওরা হিন্দুদের সম্পদের দিকে তাকায়। দখল করতে চায়। এ মহলের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। যত প্রভাবশালী হোক যারা সরকারের ভাবমূর্তি নষ্ট করে দিতে চায়, তারা কেউ ছাড় পাবে না- হুশিয়ারি উচ্চারণ করেন সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। আমরা একসঙ্গে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কাজ করব। তিনি বলেন, শেখ হাসিনা মতায় থাকলে হিন্দু সম্প্রদায় তাদের ধর্মীয় কর্মকান্ড, বিশেষ করে পূজা উৎসব শান্তিপূর্ণ পরিবেশে পালন করতে পারেন।
এ সময় সেখানে ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপ-দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংসদ সদস্য হাজী সেলিম, ঢাকা মহানগর দণি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তী দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোররঞ্জন মন্ডল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close