গাবতলীতে ধান-চাল ক্রয়ের উদ্বোধন
গাবতলী (বগুড়া) সংবাদদাতা ঃ গাবতলী সদর খাদ্য গুদামে মঙ্গলবার বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম ভূলন, ভাইস চেয়ারম্যান রেকসেনা জালাল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হারুন উর রশিদ, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু, পৌর আ’লীগের আহবায়ক আজিজার রহমান পাইকার, বগুড়া-৭আসনের এমপি এর গাবতলী প্রতিনিধি যুবলীগ নেতা সাব্বির হাসান জাফরু পাইকার, পিআইও রাশেদুল ইসলাম, গাবতলী খাদ্য গুদাম কর্মকর্তা নাজমুল আলম, খাদ্য পরিদর্শক আবু বক্কর, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনির ইসলাম পিপুল প্রমূখ। গাবতলী সদর খাদ্য গুদাম কর্মকর্তা নাজমুল আলম জানান, গাবতলীতে ৩টি খাদ্যগুদামে সরাসরি কৃষকদের কাছ থেকে ২৬টাকা কেজি দরে ২হাজার ৫’শ ১মেঃ টন ধান এবং ৩৬টাকা কেজি ৩হাজার ১’শ ১৬মেঃ টন চাল ক্রয় করা হবে।