স্থানীয় খবর
কাদের সুফিয়া অটিস্টিক এন্ড প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির টাকা বিতরণ
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে বুধবার বেলা ১১টায় কাদের সুফিয়া অটিস্টিক এন্ড প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির টাকা বিতরণ করেন শেরপুর সার্বিক উন্নয়ন সংস্থার সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু। স্কুলের প্রতিষ্ঠাতা উম্মে সুফিয়া বিউটির ব্যক্তিগত উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠানে স্কুলের ২৫ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৫০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়। এ সময় স্কুলের প্রধান শিক্ষক মাসুদ করিম, সহকারী শিক্ষক সারোয়ার হোসেন, জিকরুল জিকু সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক ও কর্মচারীদের মধ্যে ঈদ বোনাস প্রদান করা হয়েছে। উল্লেখ্য স্কুলটি শেরপুর সার্বিক উন্নয়ন সংস্থা কর্তৃক পরিচালিত হচ্ছে।