বগুড়ায় সর্বমোট ৫৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত
ষ্টাফ রির্পোটার: বগুড়ার জেলায় বুধবার রাত পর্যন্ত সর্বমোট ৫৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিন নতুন করে ৫ জন শনাক্ত হন। নতুন ৫ জনের মাঝে একজন ডাক্তার, দুইজন পুলিশের এসআই আর বাকি দুজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন। গত মঙ্গলবার রাতে ৪ পুলিশসহ একই পরিবারের সাতজন মিলিয়ে একদিনে বগুড়ায় সর্বোচ্চ ১১ জন করোনা রোগী শনাক্ত হয়।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বগুড়ায় বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে এ জেলার ৯৬টিসহ মোট ১৮৮ নমুনা পরীক্ষা করা হয়। এতে বগুড়ার ৫ জন করোনা পজেটিভ ধরা পড়ে। বাদবাকি ৯২টি নমুনার মধ্যে জয়পুরহাটের ৮৯টি এবং নওগাঁ, সিরাজগঞ্জ ও গাইবান্ধার একটি করে রয়েছে।
তিনি আরো জানান, এ নিয়ে বগুড়ায় করোনা ভাইরাসে ৫৭ জন আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ৯জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকিরা হাসপাতালে এবং বাসায় চিকিৎসাধীন রয়েছে।
উল্লেখ, গত ২০ এপ্রিল বগুড়ায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকে ধীরে ধীরে বাড়ছে করোনা রোগীর সংখ্যা।