বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক সুরুজ মিয়া খুন
স্টাফ রিপোর্টার: বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুরুজ মিয়া (৩০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। বুধবার বিকেলে ছুরিকাহত হওয়ার পর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হলে গভীর রাতে তার মৃত্যু হয়। নিহত সুরুজ মালগ্রাম মধ্যপাড়ার ডাবলু মিয়ার ছেলে। ওই হত্যাকাণ্ডে জড়িত কাউকে পুলিশ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গ্রেফতার করতে পারেনি।
এলাকাবাসীর বর্ণনা অনুযায়ী, সুরুজ মিয়ার সঙ্গে স্থানীয় একদল যুবকের বিরোধ ছিল। তারই জের ধরে বুধবার বিকেল ৪টার দিকে প্রতিপক্ষরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ছুরিকাঘাতে তার পাঁজরে গভীর ক্ষত সৃষ্টি হয়।
মালগ্রাম সংলগ্ন স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর এনায়েতুর রহমান জানান, আহত অবস্থায় এলাকাবাসী তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। চিকিৎসকদের উদ্ধৃত করে তিনি বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। ময়না তদন্তের জন্য তার লাশ শজিমেক হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
সুরুজ কি মাদক ব্যবসায়ী ছিলেন এমন প্রশ্নের জবাবে স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ এনায়েতুর রহমান বলেন, ‘ সে মাদক ব্যবসায়ী নয় তবে মাদকের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল।’ বগুড়া সদর থানার ওসি (তদন্ত) রেজাউল করিম জানান, ওই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।