ধুনটে প্রশাসনের অনুমতি ছাড়া অবৈধ ভাবে পুকুর খনন!
ধুনট(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া ধুনটে হতদরিদ্র কৃষকের জমি জবর দখল পূর্বক অবৈধ ভাবে পুকুর খননের কাজ চালিয়ে যাচ্ছে আলতাব আলী শেখ।
অভিযোগ সুত্রে জানা যায় বগুড়া জেলার ধুনট উপজেলাধীন ধুনট সদর ইউনিয়নের অর্ন্তগত বিলকাজুলী গ্রামের কাজুলী বিলে মধ্যে মৃত অমেদ আলী শেখের পুত্র আলতাব আলী শেখ হতদরিদ্র কৃষক শ্রী গোবিন্দ চন্দ্র মন্ডল, পিতা মৃত বলরাম মন্ডল, সাং- বিলকাজুলীর জমি জবর দখল পূর্বক অবৈধ ভাবে প্রশাসনের অনুমতি ছাড়া মাটিকাটা ক্যাট মেশিন দিয়ে পুকুর খনন করছে। হতদরিদ্র কৃষক জমি জবর দখলের বিষয়টি এলাকার ইউপি সদস্য সহ গন্যমান্য ব্যক্তিবর্গকে জানালে তারা সরেজমিনে গিয়ে মৌখিক ভাবে পুকুর খননের কাজ বন্ধ করতে বলেন। কিন্তু বিবাদী তাদের কথা অমান্য করে বিভিন্ন প্রকার হুমকি ধামকি অকর্থ্য ভাষায় গালিগালজ করে। গত ১৪মে দুপুর ১২.৩০ ঘটিকার সময় শ্রী গোবিন্দ চন্দ্র মন্ডল ধুনট উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
ধুনট উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া সুলতানাকে জিজ্ঞাসা করিলে তিনি বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পত্র পাওয়া গেছে। বিষয়টি সরেজমিনে তদন্ত পূর্বক আইনানুগ প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।