শেরপুরে আদিবাসীদের সরকারি খাস জমি বন্দোবস্ত দেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে সরকারি খাস জমি ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দেয়ার দাবিতে ক্ষুদ্র-নৃগোষ্ঠী আদিবাসী সম্প্রদায়ের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের স্থানীয় বাসষ্ট্যান্ডে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা কমিটির সভাপতি শ্রীকান্ত চন্দ্র মাহাতোর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিষ্ট পার্টির নেতা নিমাই ঘোষ, আদিবাসী নেতা গজেন চন্দ্র সিং, কমল সিং, নিরেন সিং, সন্তোশ সিং, কৃষ্ণ চন্দ্র সিং প্রমুখ। কর্র্মসূচিতে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠি আদিবাসী সম্প্রদায়ের ন্যায্য অধিকার বাস্তবায়ন করার জন্য সরকারের নিকট জোর দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বইল, গোঁড়তা, কেশবপুর, জয়নগর ও মরাদিঘী এলাকায় হাজার হাজার আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের লোকজন বসবাস করছেন। কৃষিজীবি নারী-পুরুষ তাদের স্থায়ী জায়গা-জমি না থাকায় চরম মানবেতর জীবনযাপন করছেন। তাই এসব এলাকার সরকারি খাস জমি ভূমিহীনদের মাঝে পত্তনী দেয়ার জোর দাবি জানান তারা।