স্থানীয় খবর
শেরপুরে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং অব্যাহত
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। শনিবার আইন অমান্য করায় ৩ জনের ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায় করোনা পরিস্থিতি এবং ঈদ কে সামনে রেখে বাজারদর স্থিতিশীল রাখতে বগুড়ার শেরপুরে সালফা বাজার, শুভগাছা বাজার এবং খামারকান্দী বাজারে উপজেলা প্রশাসন বাজার মনিটরিং এ নামে। ইউএন ও মোঃ লিয়াকত আলী সেখ এই মনিটরিং এ নেতৃত্ব দেন। এসময় তিন দোকানদার মূল্য তালিকা না টাঙ্গান্রো অপরাধে ২ হাজার ৫০০/-টাকা জরিমানা করা হয়। এসময় তিনি গুজব রটিয়ে কৃত্রিম সংকট তৈরি বা উদ্দেশ্যমূলকভাবে দাম বাড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে হুশিয়ারী উচ্চারণ করেন। বাজার মনিটরিং এ শেরপুর থানা-পুলিশ সহায়তা করে।