স্থানীয় খবর
বগুড়ায় করোনা মুক্ত হলেন আরও ১০ জন
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আরও ১০জন। শনিবার (১৬ মে) জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১ এপ্রিল থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে এ পর্যন্ত ৩ হাজার ৭৭৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। শুক্রবার পর্যন্ত ৬১ জন আক্রান্ত হয়েছেন। মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন কেন্দ্রে থেকে ১০ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। মোহাম্মদ আলী হাসপাতলের আইসোলেশন কেন্দ্রে পজেটিভ রোগী ভর্তি আছেন ১১ জন। তাদেরও অবস্থা ভালো। ৪০ জন পজেটিভ রোগী তাদের নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশন আছেন।