শেরপুরের মাসুমা মরিয়ম ‘ন্যাশনাল ইয়ুথ আইন অ্যাওয়ার্ড’ সম্মাননা পেলেন
ষ্টাফ রির্পোটার: ‘ন্যাশনাল ইয়ুথ আইকন অ্যাওয়ার্ড ২০১৯’ সম্মাননা পেয়েছেন বগুড়ার শেরপুরের বিশ^বিদ্যালয় পড়ুয়া ছাত্রী মাসুমা মরিয়ম। ভারতের রাজধানী নয়া দিল্লীতে এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়। এই অ্যাওয়ার্ড পাওয়ার তথ্য নিশ্চিত করেন তার মা ‘বিশ^সেরা শিক’ হিসেবে পুরস্কারপ্রাপ্ত শাহনাজ পারভীন।
জানা যায়, ভারতের ‘ন্যাশনাল ইয়ুথ কমিটি’ গত দু’বছর ধরে বিভিন্ন সামাজিক এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকান্ডের জন্যে ভারতের যুবদের ‘ন্যাশনাল ইয়ুথ আইকন অ্যাওয়ার্ড’ প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারই প্রথম গোটা বিশ্বের যুবদের উৎসাহিত করার জন্যে বিভিন্ন দেশের প্রায় ১২০০ আবেদনকারীর মধ্য থেকে যাচাই বাছাই করে ৭৯ জনকে ‘ন্যাশনাল ইয়ুথ আইকন অ্যাওয়ার্ড’ পুরস্কার দেয়া হয় এবং এরমধ্যে ‘ওয়ার্ল্ড ইয়াং পারসন অব দ্য ইয়ার ২০১৯’ এর জন্যে ১৮ জনকে মনোনীত করা হয় যাদের মধ্যে বাংলাদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী মাসুমা মরিয়ম জায়গা করে নেন।
মাসুমা মরিয়ম উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তবে বর্তমানে শেরপুর শহরের শান্তিনগরে বসবাস করছেন। তার বাবা মোহাম্মাদ আলী একজন প্রভাষক এবং মা শাহনাজ পারভীন শিক। দুই বোনের মধ্যে ছোট বোন আমিনা মুমতারিন শ্রেয়া নবম শ্রেণির শিার্থী।