স্থানীয় খবর
বগুড়ায় সাংস্কৃতিক কর্মীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করলেন রাজ
আজকের শেরপুর ডেস্ক: বগুড়া সাংস্কৃতিক কর্মীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করলো জেলা পরিষদের সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ। রবিবার দুপুরে বগুড়া শহরের মালতিনগর বকশী বাজার মোড়ে সিনটেক্স ফোরে সাংস্কৃতিক কর্মীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক এসএম বেলাল হোসেন, কোষাধ্যক্ষ রবিউল আলম অশ্রু, দপ্তর সম্পাদক এইচ আলিম, বগুড়া সংসপ্তক থিয়েটারের সভাপতি আব্দুল্লাহেল কাফি তারা, কাহালু থিয়েটারের সভাপতি আব্দুল হান্নান। খাদ্যসামগ্রী হিসেবে ২০ জনকে চাল, আলু, ডাল, তেল প্রদান করা হয়।