ধুনটে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ধুনট(বগুড়া)সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলায় আবু হানিফ সেখ (২৫) নামে নববিবাহিত এক আদর্শ কৃষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবু হানিফ উপজেলা সদরের চালাপাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে আবু হানিফের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জানা গেছে, আবু হানিফ একজন আদর্শ কৃষক। তিনি প্রায় ৬ মাস আগে বিয়ে করেন। এক সপ্তাহ আগে স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে গেছেন। অন্যান্য দিনের ন্যায় শনিবার বিকেলে মাঠে কাজ শেষ করে বাড়ি ফিরে আসেন আবু হানিফ। সন্ধ্যার দিকে নিজের ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় হানিফের মৃতদেহ ঝুলে থাকতে দেখেন স্বজনরা।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাত ১২টার দিকে হানিফের মৃতদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। তবে আবু হানিফের মৃত্যুর ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ নেই। আবু হানিফ মানসিক ভারসাম্যহীন রোগী এবং পরিবারের অজান্তে আত্মহত্যা করেছেন বলে স্বজনরা দাবি করেন।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করে হানিফের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া তার মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।