শেরপুরে পাঁচ কেজি গাঁজা সহ গ্রেফতার ১
ষ্টিাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে পাঁচ কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ওই গাঁজা বিক্রেতার নাম মো. তমেজ উদ্দীন সেখ (৪৫)। সে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শিবপুর (কুস্তা) গ্রামের মৃত ফরজ আলী সেখ এর ছেলে। গত রোববার (০৬অক্টোবর) দিনগত রাত অনুমান সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন ধনকুন্ডি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার হওয়া ওই ব্যক্তি এ উপজেলা সহ আশপাশের এলাকায় রকমারি মাদকদ্রব্য সরবরাহ করে থাকেন। এরই ধারাবাহিকতায় ধনকুন্ডি গ্রামে গাঁজার বড় ধরণের চালান এনে খুচরা ও পাইকারী দরে বিক্রি করছে- গোপনে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় উক্ত পরিমান গাঁজাস হ তমেজ উদ্দীনকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দেয়া হয়েছে। একইসঙ্গে গ্রেফতারকৃতকে সোমবার (০৭অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।