সরকারের ভুল সিদ্ধান্তে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে: মির্জা ফখরুল
আজকের শেরপুর ডেস্ক: একদিকে শারীরিক দূরত্ব নিশ্চিতের কথা বলে আবার একই সময়ে সীমিত আকারে শপিংমল খোলা এবং যানবাহন চালু রাখার সরকারের এমন সিদ্ধান্ত সাংঘর্ষিক বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
এ সময় মির্জা ফখরুল বলেন, সরকার শুরু থেকেই মানুষকে সুরক্ষিত রাখার বিষয়ে উদাসীনতা দেখিয়ে এসেছে। স্বাস্থ্যখাতকে অবহেলা করেছে। সরকারের ভুল সিদ্ধান্তে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে যা ভবিষ্যতে আর ভয়াবহ রূপ নিবে।
তিনি আরো বলেন, এখন পর্যন্ত সারাদেশে ৩১ লাখ ২৭ হাজার ৬৯৩টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বিএনপি। এ ত্রাণ বিতরণ কর্মসূচি সারাদেশে অব্যাহত আছে-থাকবে। এছাড়া ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশন যৌথভাবে প্রায় ৭৫টি বেসরকারি মেডিক্যাল কলেজে ইমারজেন্সি বিভাগে প্রায় দুই হাজার পূর্ণাঙ্গ পিপিই সরবরাহ করেছে। সেসঙ্গে অনলাইনের মাধ্যমে ড্যাব সদস্যরা দেশের সাধারণ মানুষের চিকিৎসা দিচ্ছে।