এবার তামিমের সঙ্গী কেন উইলিয়ামসন
আজকের শেরপুর ডেস্ক: ফাফ ডু প্লেসি, রোহিত শর্মা, বিরাট কোহলির পর বাংলাদেশের ওয়ানডে দলপতি তামিম ইকবালের লাইভ অনুষ্ঠানে আসছেন কিউই তারকা কেন উইলিয়ামসন।
আগামীকাল বৃহস্পতিবার দুপুর ৩টায় তামিম-উইলিয়ামসনের লাইভ অনুষ্ঠানটি শুরু হবে। নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য থাকায় এদিন দুপুরে লাইভটি দেখতে পাবেন ক্রিকেটের ভক্ত-সমর্থকরা।
মুশফিকুর রহিমকে দিয়ে শুরু হওয়া লাইভ অনুষ্ঠানগুলো এর আগে রাত ১০টায় শুরু করেছিলেন তামিম ইকবাল। অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ এবং রুবেল হোসেন।
মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দলের ড্যাশিং ব্যাটসম্যান তামিমের লাইভে এসেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। খালেদ মাসুদ পাইলট, আকরাম খান এবং মিনহাজুল আবেদীন নান্নুও এ অনুষ্ঠানে ছিলেন।
এ ছাড়া বাংলাদেশের সাবেক তিন ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন, নাইমুর রহমান দুর্জয় এবং হাবিবুল বাশারকে নিয়ে লাইভ সেশন চালিয়েছিলেন তামিম।
গত শনিবার এসেছিলেন মুমিনুল হক, তাইজুল ইসলাম এবং লিটন দাস।