শেরপুরের সকল মার্কেট ও দোকানপাট বন্ধ ঘোষণা
মুনসী সাইফুল বারী ডাবলু: করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে বগুড়ার শেরপুর উপজেলার সকল মার্কেট ও দোকানপাট (কাচাঁমাল ও জরুরী নিত্যপ্রয়োজনীয় ছাড়া) বুধবার বিকাল ৪টা থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে এক জরুরী গণবিজ্ঞপ্তিতে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকত আলী সেখ এই আদেশ জারী করেন। জরুরী গণবিজ্ঞপ্তিটি শেরপুর শহরে মাইকে প্রচার করা হচ্ছে। এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে মার্কেট ও দোকানপাটগুলোতে চারপাশের আক্রান্ত এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটেছে। মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি ও সরকারি বিধি নিষেধ প্রতিপালন হচ্ছে না মর্মে সরেজমিন পরিদর্শনে দেখা যায়। ইতোমধ্যে শেরপুরে ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ বিভিন্ন মার্কেটে ঈদ শপিং করেছে বলে তাদের বক্তব্যে জানা যায়। ফলে শেরপুরে করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি বাড়ছে।
এমতাবস্থায় উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক করোনা ভাইরাস সংক্রমন ও বিস্তার রোধে শেরপুর বাসীর বৃহত্তর স্বার্থে বগুড়া জেলাধীন শেরপুর উপজেলার সকল ধরনের দোকানপাঠ ও ব্যবসা প্রতিষ্ঠান অদ্য ২০.০৫.২০২০ তারিখ বিকাল ৪টা থেকে পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো। তবে কাচাঁবাজার, ফলফলাদির দোকান, সার বীজ ও কীটনাশক, মুদির দোকান, কৃষি পণ্যের দোকান সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে। এছাড়া ওষুধের দোকান ও জরুরী সেবা সমুহ ২৪ ঘন্টা খোলা রাখা যাইবে।
উল্লেখ্য, গত ২৬ মার্চ থেকে সারাদেশে দোকানপাট বন্ধ হবার পর ঈদের শপিংয়ের কারণে গত ১০মে খুলে দেয়া হয় দোকানপাট ও মার্কেট। কিন্তু এতে ক্রেতাদের উপচেপড়া ভীড় ও স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।