শেরপুরে করোনায় আরও ৩ জন সহ মোট ৮ জন আক্রান্ত
মুনসী সাইফুল বারী ডাবলু: বগুড়ার শেরপুরে ১ দিনের ব্যবধানে আরও ১ জন পুলিশ কনষ্টেবল সহ ৩ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে শেরপুরে করোনায় মোট ৮ জন আক্রান্ত হলো।
শেরপুর উপজেলা হাসপাতাল সুত্রে জানা যায় ২০ মে বুধবার নতুন করে আরো ৩ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। বুধবার রাত ৮ টায় হাসপাতালের চিকিৎসক ও কোভিড ফোকাল পারসন ডা: আবু হাসান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
ডা: আবু হাসান বলেন শেরপুর থানার পুলিশ কনষ্টেবল মমিনুল ইসলাম (৩৫),খামারকান্দী ইউনিয়নের মাগুড়ারতাইড় গ্রামের মোজাফ্ফর হোসেন (৩৮) ও শেরপুর শহরের উত্তরসাহাপাড়ার (কশাইপাড়া) ওমর ফারুক (১৭) করোনা শনাক্ত হয়েছে।
উল্লে¬খ্য, মঙ্গলবার (১৯ মে) শেরপুরে ৪ জন শনাক্ত হয়। শনাক্ত রোগীরা হলো ভিষন ক্লিনিকের পরিচালক মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের পুত্র ফরিদুল ইসলাম, ভিষন ক্লিনিকের সামনের ফার্মেসীর মালিক উপজেলার বিনোদপুর গ্রামের বুলু সরকারের পুত্র রাশেদুল ইসলাম সরকার, শেরপুর থানার পুলিশ কনষ্টেবল তোফাজ্জল হোসেন ও সীমাবাড়ী ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের শফিকুল হকের পুত্র সামসুল হক।
এছাড়া গত ১৮ মে প্রথম করোনা সনাক্ত হয় শেরপুর শহরের হাসপাতাল রোডের ভিআইপি জেনারেল হাসপাতালের ল্যাব টেকনোলজিষ্ট হিসেবে কর্মরত রাসেল আহম্মেদ। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়।