স্থানীয় খবর
শেরপুরে করোনায় নতুন করে আর কেউ আক্রান্ত হয়নি
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর উপজেলায় নতুন করে আর কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। বৃহস্পতিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের ল্যাব হতে প্রাপ্ত শেরপুর উপজেলার ২১ টি নমুনা রিপোর্টের সবগুলি নেগেটিভ এসেছে।
বৃহস্পতিবার (২১মে) রাত সাড়ে ৮ টার দিকে শেরপুর উপজেলা হাসপাতালের করোনা ফোকাল পার্সন ডা. আবু হাসান এ তথ্য জানান। তিনি আরো জানান, এ পর্যন্ত ২৪৯ টি নমুনা নেয়া হয়েছে। এর মধ্যে ২১০ টির রির্পোট পাওয়া গেছে। বাকি আছে ৩৯টি নমুনার রিপোর্ট।
বুধবার পর্যন্ত শেরপুরে ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে শেরপুর হাসপাতাল রোডর দুটি ক্লিনিক লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।