স্থানীয় খবর
ধুনটে পুজা মন্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত এসপি
ধুনট (বগুড়া) প্রতিনিধি.
ধুনটে শারদীয় দুর্গা পুজা মন্ডপ পরিদর্শন করেছেন বগুড়া জেলার অতিরিক্ত পলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান। মঙ্গলবার দুপুরে তিনি উপজেলার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। তিনি আইন শৃঙ্খলায় নিয়োজিত কর্তব্যরত নিরাপত্তা কর্র্মী, পুজা উদ্্যাপন কমিটি ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি উপজেলার প্রতিটি পূজা মন্ডপে যেকোন ধরনের অনাকাঙ্খিত ও বিচ্ছিন্ন ঘটনায় সার্বিক নিরাপত্তায় নিশ্চিত করতে তাৎক্ষনিক পদক্ষেপ গ্রহনের পরামর্শ দেন। কেউ যেন কোনরূপ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সবার দৃষ্টি রাখারও পরামর্শ দেন অতিরিক্ত পুলিশ সুপার।
এসময় উপস্থিত ছিলেন ধুনট থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন, ধুনট উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি রেজাউল করিম রেজা, ধুনট থানার এসআই নুরুজ্জামান, এসআই আল এমরান প্রমূখ।