ধানগড়া হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শামসুল হক আর নেই
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ সিরাজগঞ্জের রায়গঞ্জের ধানগড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজ সেবক মোঃ শামসুল হক আর নেই। তিনি চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় রাজধানীর একটি হাসপাতালে মৃত্যবরন করেছেন (ইন্নালিল্লাহিৃ………… রাজেউন)। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় সারা এলাকায় শোকের ছায়া নেমে আসে। শোকস্তব্ধ হয়ে পড়েন ধানগড়া উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দও শোক প্রকাশ করেছেন তাঁর মৃত্যুতে। শিশুদের অকৃত্রিম বন্ধু, এই গুনীজনের মৃত্যুতে খেলাঘর সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি শেখ মোস্তফা নুরুল আমীন গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন। শিক্ষাবিদ মোঃ শামসুল হকের মৃত্যুতে সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।