শেরপুর পৌর এলাকার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন আ:লীগ নেতা মজনু
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর পৌর এলাকায় সোমবার রাতে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় কালে বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সবধর্মের মানুষ সমান অধিকার ভোগ করছেন। তাই সব ধর্মীয় উৎসবে একে অপরে সবাই সুখ-দুঃখ ভাগাভাগি করে থাকে। সে যে ধর্মেরই লোক হোক না কেন প্রতিটি উৎসবে সবাই একই আনন্দ উপভোগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীরে সভাপতি আব্দুস সাত্তার,সহ সভাপতি মুনসী সাইফুল বারী ডাবলু, এড. গোলাম ফারুক,এড.ইলিয়াস উদ্দিন মিন্টু,যুগ্ম সম্পাদক সুলতার মাহমুদ, পৌর আওয়ামী লীগ সভাপতি মকবুল হোসেন,সম্পাদক এড.রেজাউল করিম মজনু,যুগ্ম সম্পাদক গোলাম হোসেন সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।