স্থানীয় খবর
বগুড়ায় ৫ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার দিলো ‘উদ্যোগ’
ষ্টাফ রির্পোটার: বগুড়া সদরের সাবগ্রাম কুদরতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘উদ্যোগ’ এর আয়োজনে বৃহস্পতিবার সদরের বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা জোবাইদুল রসুল জয়, সংগঠনের তহমিনা আক্তার, মিলন মিয়া, আরএসএম পলাশ, মুকুল ইসলাম, হযরত আলী, আব্দুস সালাম, শিমুল সহ আরও অনেকে।
বৃহস্পতিবার সকালে সাবগ্রামে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বিতরণ কার্যক্রম শুরু করা হয়। প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘উদ্যোগ’ এর সদস্য আরএসএম পলাশ ও মুকুল ইসলাম জানান, করোনা পরিস্থিতিতে বগুড়ায় নিম্ন আয়ের মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীন পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে এই আয়োজন করা হয়েছে। ইতিপূর্বে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানান তারা।