ধুনটে নিখোঁজ প্রতিবন্ধীর ভাসমান লাশ উদ্ধার
খধুনট(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার ধুনটে নিখোঁজ হৃদয় হাসান (১২) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধীর ভাসমান লাশ উদ্ধার করেছে স্বজনরা। মঙ্গলবার সকাল ১০ টায় উপজলার গোপালনগর ইউনিয়নের ইছামতি নদীর একডালা ঘাট এলাকা থেকে হৃদয় হাসানের ভাসমান লাশ উদ্ধার করা হয়। নিহত হৃদয় হাসান উপজেলার বানিয়াগাঁতি গ্রামের তোতা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোপালনগর ইউনিয়নের ডিগ্রীরচর গ্রামে নানা ছাবের আলীর বাড়ীতে গত রবিবার বেড়াতে আসেন হৃদয় হাসান। সোমবার দুপুরে হৃদয় হাসান খেলাধূলার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়। কিন্তু তার পরে সে আর নানার বাড়ীতে না ফেরায় অনেক স্থানে খোঁজাখুজি করেও পাওয়া যায়নি তাকে। স্থানীয়রা মঙ্গলবার সকাল ১০টায় নানার বাড়ীর অদুরে ইছামতি নদীর একডালা ঘাট এলাকায় হৃদয় হাসানের ভাসমান লাশ দেখতে পায়। খবর পেয়ে স্বজনরা হৃদয় হাসানের ভাসমান লাশ উদ্ধার করে নিয়ে আসে।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত হৃদয় হাসান বুদ্ধিপ্রতিবন্ধী ও মৃগী রোগে আক্রান্ত ছিলো বলে স্বজনরা জানান।