স্থানীয় খবর

শেরপুরে বিশ্বশান্তি আর স্বামীর দীর্ঘায়ু কামনার মধ্যদিয়ে প্রতিমা বির্সজন

Spread the love

ষ্টাফ রির্পোটার: বিশ্বশান্তি আর স্বামীর দীর্ঘায়ু কামনার মধ্যদিয়ে বগুড়ার শেরপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটেছে। মঙ্গলবার ছিল বিজয়া দশমী। নানা আনুষ্ঠানিকতা পালনের মাধ্যমে দেবী দুর্গা ও তার পরিবারের সদস্যদের প্রতিমা বিসর্জন দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সরেজমিনে বিভিন্ন পূজা মÐপ ঘুরে দেখা যায়, মÐপে মÐপে মানুষের ঢল। বাঁধভাঙা উৎসবে মেতে ওঠেন ছেলে-বুড়ো সবাই। পিছিয়ে ছিলেন না বিবাহিত নারীরাও। সবার মতো তাদের মনেও বেজে ওঠে বিষাদের সুর। তারাও মেতে ওঠেন সিঁদুর খেলায়। বিবাহিত নারীরা দেবী দুর্গার চরণে সিঁদুর লাগিয়ে দেন। সেখানে থেকে নিজেরাও একে অপরের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন। এভাবে সিঁদুর খেলার মধ্যদিয়ে স্বামীর দীর্ঘায়ু কামনা করেন তারা। এভাবে মÐপের আসনে প্রতিমা থাকা পর্যন্ত চলে বিবাহিত নারীদের সিঁদুর খেলা। এসময় কথা হয় জুঁই বসাক, চৈতী সরকারসহ বেশ কয়েকজন নারীর সঙ্গে। তারা জানান, প্রত্যেক বছরের এইদিনে বিবাহিত নারীরা দেবীদুর্গার চরণে সিঁদুর পরিয়ে দেন। পাশাপাশি নিজেরা পরস্পরের সিঁথিতে সিঁদুর লাগিয়ে দেন। এর মাধ্যমে স্বামীর দীর্ঘায়ু কামনা করা হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষ জানান, মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের মÐপগুলোর প্রতিমা করতোয়া নদীতে এবং সুঘাট-মির্জাপুর, সীমাবাড়ী ইউনিয়ন ও পার্শ্ববর্তী এলাকার প্রতিমাগুলো করতোয়া ও বাঙ্গালী নদীতে বিসর্জন দেয়া হয়। পাশাপাশি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হওয়ায় উপজেলা ও পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close