বগুড়ায় মা-বাবার সাথে অভিমান করে কলেজ ছাত্রীর আত্মহত্যা
আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি: ইফতারি তৈরী করাকে কেন্দ্র করে বাবা ও মায়ের সাথে অভিমান করে সাদিয়া আরফিন প্রিয়া (২৪) নামের এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত শুক্রবার গভীর রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার তিয়রপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সাদিয়া আরফিন প্রিয়া ওই গ্রামের বছির উদ্দিনের ছোট মেয়ে ও কলেজ ছাত্রী বলে জানাগেছে। এ ঘটনার শনিবার দুপুরে আদমদীঘি থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান ও স্থানীয়রা জানান, তিয়রপাড়ার বছির উদ্দিনের মেয়ে সাদিয়া আরফিন প্রিয়া গত শুক্রবার বিকেলে বাড়িতে ইফতারি সামগ্রী তৈরী করা নিয়ে তার বাবা ও মায়ের সাথে বাকবিতন্ডা হয়। এতে প্রিয়া অভিমান করে তার শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে। এরপর রাত ১ টার দিকে বাড়ির বারান্দায় তীরের সাথে সে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে থানায় জানালে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহ সুরতহাল রির্পোট তৈরী করে বাদি না থাকায় দাফনের অনুমতি দেন পুলিশ।