বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে ২জন হাসপাতালে ভর্তি
ষ্টাফ রির্পোটার: বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে দুইজন আইসোলেশন ইউনিট মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার সকালে ভর্তি হওয়া দুইজনের মধ্যে গাবতলী উপজেলার ছায়াছাটা এলাকার ৫৫ বছরের এক ব্যক্তি,অপরজন সিরাজগঞ্জের এক যুবক। বর্তমানে আইসোলেশন ইউনিটে ৩ জন করোনা সন্দেহভাজন রোগী রয়েছে। ইতিপূর্বে যারা করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন তাদের নমুনা পরীক্ষায় নেগেটিভ আসায় তারা বাড়ি ফিরে গেছেন। মোহাম্মদ আলী হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, সেখানে বর্তমানে করোনা পজিটিভ ১৫ রোগী চিকিৎসাধীন রয়েছে।
মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল জানিয়েছেন, গাবতলীর ওই রোগী এর আগে গত ১৫ মে জ্বর শ্বাসকষ্ট ও মাথা ব্যথা নিয়ে একবার ভর্তি হয়েছিলেন। তার নমুনার ফলাফল নেগেটিভ আসায় গত ১৯ মে তাকে ছাড়পত্র দেয়া হয়। কিন্তু আবার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় আজ ভর্তি হয়েছেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে ।
অপরদিকে সিরাজগঞ্জের ওই যুবক ঢাকা থেকে এসেছে। তার জ্বর, কাশি ও গলা ব্যথা রয়েছে। তার নমুনাও সংগ্রহ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে ডা. শফিক আমিন কাজল বলেন, ‘ মোহাম্মদ আলী হাসপাতালে বর্তমানে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ১৫ জন করোনা পজিটিভ এবং বাকি তিনজন সন্দেহভাজন।’