শেরপুরে আরো ৩ জন সহ মোট ১১ জন করোনায় আক্রান্ত
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর উপজেলায় শনিবার আরো ৩ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে।
শনিবার (২৩মে) রাত ৮ টার দিকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরে করোনা ফোকাল পার্সন ডা. আবু হাসান জানান, শুক্রবার কোন নমুনা পরীক্ষাও হয়নি কোন রিপোর্টও পাওয়া যায়নি। শনিবার যে রিপোর্ট পাওয়া গেছে তাতে শেরপুরে তিনজনের করোনা ভাইরাস পজিটিভ রয়েছে। এরা হলেন-শেরপুর শহরের উত্তরসাহা পাড়ার সোহেল রানা (২৯) ও তার স্ত্রী উম্মে কুলসুম (২৭)। তারা সম্প্রতি ঢাকা থেকে এসেছেন। এবং পুলিশ সদস্য আলমগীর হোসেন (৩৮)। অপরদিকে ক্লিনিক পরিচালক ফরিদুল ইসলামের বাড়ির ৬ জনের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে বলে ডা. আবু হাসান জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৯ মে শেরপুরে প্রথম এক যুবকের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। যিনি হাসপাতাল রোডের একটি ক্লিনিকে কর্মরত ছিলেন। এরপর দিন পুলিশ, ক্লিনিক পরিচাল সহ আরো ৪ জনের করোনা ভাইরাস ধরা পড়ে। ২১ মে আরো তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে শেরপুর উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে।