স্থানীয় খবর
শেরপুরে সেই মেসের সবাই করোনা নেগেটিভ, নতুন শনাক্ত নেই
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর শহরের টাউনকলোনী এলাকার সেই মেসের ৭ জনের নমুনা পরীক্ষায় সকলেরই করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। অর্থাৎ তারা কেউ করোনা ভাইরাসে আক্রান্ত নন।
এদিকে রোববার (২৪মে) বগুড়ার শেরপুর উপজেলায় নতুন করে কোন করোনা রোগী শনাক্ত হননি। ফলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১১।
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, এ পর্যন্ত উপজেলা থেকে ২৮০ জনের নমুনা সংগ্রহ করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে ২৪৯টির রিপোর্ট পাওয়া গেছে। যার মধ্যে ১১টি করোনা পজিটিভ বাকিগুলো নেগেটিভ। রোববার নতুন করে ৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে।
উল্লেখ্য,শেরপুর উপজেলায় গত ১৮ মে প্রথম করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়। তিনি টাউনকলোনী এলাকার একটি মেসে ভাড়া থাকতেন।সেখানে থাকা সকলেরই নমুনা পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট এসেছে।