শেরপুরে গ্রাম পুলিশের মাঝে ঈদ উপহার বিতরণ
ষ্টাফ রির্পোটার: বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞার পক্ষ হতে বগুড়ার শেরপুর উপজেলার গ্রাম পুলিশদের (দাফাদার ও চৌকিদার) মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৪ মে থানা চত্ত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ উপহার তাদের হাতে তুলে দেন বগুড়ার শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: গাজীউর রহমান ও শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর।
জানা গেছে, বগুড়া জেলার ১০৮ ইউনিয়নে কর্মরত আছেন প্রায় এক হাজার একশ গ্রাম পুলিশ। তারা ইউনিয়ন পরিষদের অধীনে থেকে থানা পুলিশের বিভিন্ন কাজে সহযোগিতা করে থাকেন। আর এই কারণে পুলিশ সুপার জেলা পুলিশের পক্ষ থেকে গ্রাম পুলিশদেরকে ঈদ উপহার দেয়ার উদ্যোগ নেন।
শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: গাজীউর রহমান বলেন, এসপি স্যারের পক্ষ থেকে শেরপুর উপজেলার গ্রাম পুলিশদের ঈদ সামগ্রী প্রদান করতে পেরে অনেক ভাল লাগছে। আশা রাখছি এই ছোট্ট উপহারগুলো কর্মরত গ্রাম পুলিশ সদস্যদেরকে কাজে আরো আগ্রহ জোগাবে।