ঈদের শুভেচ্ছা জানিয়ে যা লিখলেন শচীন-কোহলি
আজকের শেরপুর ডেস্ক: বাংলাদেশসহ বিশ্বের নানা দেশে সোমবার উদ্যাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। অনেক দেশে ঈদ উদ্যাপিত হয়েছে রবিবার। উৎসবের দিনটিতে মুসলিম ভক্তদের শুভেচ্ছা জানাতে ভুলেননি ভারতীয় ক্রীড়া তারকারা।
কিংবদন্তি শচীন টেন্ডুলকার থেকে বর্তমান ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি, ভক্তদের শুভেচ্ছা জানান। তবে প্রায় সবার শুভেচ্ছা বার্তাতেই ছিল করোনা সতর্কতা।
শচীন টেন্ডুলকার যেমন টুইটারে লিখেছেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। ভালো থাকুন, নিরাপদ থাকুন।’
বিরাট কোহলি লিখেছেন, ‘সবাইকে আমার তরফ থেকে ঈদের শুভেচ্ছা। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য ও আনন্দ কামনা করি।’
যুবরাজ সিং লিখেছেন, ‘ঈদের এই অসাধারণ আনন্দের দিনে সবাইকে শুভেচ্ছা। প্রার্থনা করি সবার জীবন খুশিতে ভরে যাক। ভালো থাকুন, নিরাপদ থাকুন।’
ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর লিখেছেন, ‘আমার দেশের সবাইকে ঈদ মোবারক। কঠিন এই সময়ে আনন্দের এই উপলক্ষে সবার মধ্যে আবার সুখের সেই আবহ ফিরিয়ে আনুক।’
শুভেচ্ছা জানিয়েছেন হরভজন সিং, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, ক্রুনাল পান্ডিয়া সহ আরো অনেকেই। খবর দেশ রুপান্তর অনলাইন