ধুনটে ঢাকা ফেরত গার্মেন্টসকর্মী করোনায় আক্রান্ত
ধুনট(বগুড়া)সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলার চিকাশী গ্রামে ঢাকা ফেরৎ এক গার্মেন্টস কর্মী করোনায় আক্রান্ত হয়েছে। মঙ্গলবার রাত ৯ টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানাগেছে, চিকাশী গ্রামের ওই ব্যক্তি ঢাকার একটি গার্মেন্টেসে চাকুরী করেন। সেখানে কাজ করা অবস্থায় তিনি জ্বরে আক্রান্ত হোন। ৮ দিন পর তিনি ঢাকার একটি ক্লিনিকে জ্বর পরীক্ষা করেন। সেখানে তাকে করোনা টেস্ট করার পরামর্শ দেওয়া হয়। এরপর গত ২২ মে তিনি ধুনটের চিকাশীর গ্রামে বাড়িতে চলে আসেন। গত ২৪ তারিখে তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর নমুনা পরীক্ষা করতে দেন। মঙ্গলবার রাত ৯টায় করোনা শনাক্ত হওয়ার বিষয়টি প্রকাশ করা হয়।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পিয়াস পারভেজ বলেন, সিভিল সার্জনের কার্যালয় থেকে চিকাশী গ্রামের গার্মেন্টস কর্মীর করোনা শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে তিনি সরাসরি বগুড়ায় গিয়ে নমুনা দিয়ে আসায় আমাদের কাছে তার বিস্তারিত তথ্য নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনা আক্রান্ত ওই ব্যক্তির বর্তমান শারীরিক অবস্থার উপর নির্ভর করে পরবর্তি সিদ্ধান্ত নেওয়া হবে।
ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানা বলেন, ঢাকা ফেরৎ গার্মেন্টস কর্মী করোনা শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি। সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রয়োজনে সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হবে।