হতাশায় অভিনেত্রী প্রেক্ষা মেহতার আত্মহত্যা
আজকের শেরপুর ডেস্ক: সাম্প্রতিক মনোমীত নামের এক হিন্দি সিরিয়াল অভিনেতা আত্মহত্যা করেছিলেন। এবার আসলো এক অভিনেত্রীর আত্মঘাতী হওয়ার খবর। পুলিশ বলছে, লকডাউনের কারণে হাতে কাজ না থাকায় সংসার চালানোই মুশকিল হয়ে যায় মনোমীতের, হতাশায় গলায় ফাঁস দেন। নিশ্চিত না হওয়া গেলেও প্রেক্ষা মেহতার আত্মহত্যার পর একই কথা ঘুরে-ফিরে আসছে।
দেশটির গণমাধ্যম আনন্দবাজার জানায়, পঁচিশ বছরের অভিনেত্রী সোমবার রাতে ইন্দোরে নিজের বাড়িতে সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। মঙ্গলবার সকালে বাবা ঝুলন্ত অবস্থায় দেখতে পান মেয়েকে। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় তাকে।
জানা গেছে, লকডাউনের কারণে হাতে কাজ না থাকায় দীর্ঘদিন ধরেই হতাশায় ভুগছিলেন তিনি। মৃত্যুর আগে ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “সবসে বুড়া হোতা হ্যায় স্বপ্ন কো মর জানা।” অর্থাৎ, স্বপ্ন মরে যাওয়া হলো সবচেয়ে খারাপ বিষয়। ক্রাইম পেট্রল, মেরি দুর্গা এবং লাল ইশক ধারাবাহিকে অভিনয় করে পরিচিত পেয়েছিলেন প্রেক্ষা।