রাজনীতি

আবরার ফাহাদের খুনিদের সর্বোচ্চ শাস্তি চায় ছাত্রলীগ

Spread the love

শেরপুর ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিার্থী আবরার ফাহাদের হত্যাকারীদের দ্রæত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি করেছে ছাত্রলীগ। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলেন এই কথা জানান ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়। এ সময় শের-ই-বাংলা হল প্রশাসনের গাফিলতির তদন্তের দাবি জানান।
আবরার হত্যাকান্ডের পরিপ্রেেিত সংগঠনের নেওয়া নানা পদেেপর পাশাপাশি সংগঠনের দাবিও তুলে ধরেন সভাপতি জয়। ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, ‘আমরা দাবি জানাই দ্রæততম সময়ের মধ্যে এই হত্যাকান্ডের বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। আবরার হত্যা মামলাটি দ্রæত বিচার আইনের আওতায় এনে এবং হত্যাকান্ডের সাথে জড়িত প্রত্যেকের যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা সম্ভব হয় সে উপযোগী করে পুরো মামলাটি পরিচালনা করা হয়।’
গত রবিবার দিবাগত মধ্যরাতে বুয়েটের সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপ ফাহাদকে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্ত শেষে সংবাদ সম্মেলনে ঢামেক ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. মো. সোহেল মাহমুদ বলেন, বাঁশ বা স্ট্যাম্প দিয়ে পেটানো হয়ে থাকতে পারে বুয়েট ছাত্র আবরার ফাহাদকে। এর ফলেই রক্তরণ বা পেইনের (ব্যথা) কারণে ফাহাদের মৃত্যু হয়েছে।
ঘটনার পরপরই ছাত্রলীগের প থেকে দ্রæত সাংগঠনিক পদপে নেওয়া হয় জানিয়ে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি জয় বলেন, ‘সব প্রকার পরিচয়ের ঊর্ধ্বে উঠে হত্যাকান্ডে জড়িতদের বিচারের দাবি জানিয়ে আনুষ্ঠানিক শোক প্রকাশ ও নিন্দা জানানো হয়েছে। দুই সদস্য বিশিষ্ট একটি সাংগঠনিক তদন্ত কমিটি গঠন এবং কমিটিকে ২৪ ঘণ্টার ভিতর রিপোর্ট জমাদানের নির্দেশ দেওয়া হয়েছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close