দেশে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড ২০২৯ জন
আজকের শেরপুর ডেস্ক: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ২,০২৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। বুধবারের চেয়ে আজ বৃহস্পতিবার ৪৮৮ জন বেশি আক্রান্ত হয়েছেন।
গতকাল পর্যন্ত নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ১,৫৪১ জন। এর আগের দিন মঙ্গলবার ১,১৬৬ জন আর সোমবার ১,৯৭৫ জন শনাক্ত হয়েছিলেন।
দেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। এখন এ ভাইরাসে শনাক্ত ৪০,৩২১ জন রোগী রয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অনলাইন বুলেটিনে বলা হয়, ৪৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৯,৩১০ জনের নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন। এনিয়ে মোট মারা গেছেন ৫৫৯ জন।
গতকাল বুধবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছিল ৮,০১৫টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ১,৫৪১ জন। মোট শনাক্ত হয়েছিলেন ৩৮,২৯২ জন। আর গতকাল আরও ২২ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ৫৪৪ জন। এছাড়া গতকাল সুস্থ হয়েছিলেন ২৪৬ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৭,৯২৫ জন।
দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।