বগুড়ায় স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এর প্রেক্ষিতে জানা যায়, বগুড়ার সদর উপজেলায় একজন স্কুল শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন। মেয়েটির বাড়ি গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলায়। নির্যাতিত শিক্ষার্থী তার মামার বাড়ীতে থেকে বগুড়া শহরের একটি স্কুলে ১০ শ্রেণিতে পড়াশুনা করতো। কিš‘ করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনের মধ্যে মেয়েটির মামা তাকে ধর্ষণ করে। এই ব্যাপারে ১৭ মে ২০২০ বগুড়া সদর থানায় একটি মামলা হয়েছে, মামলা নং- ২৩। অপরাধী ধর্ষক মেয়েটির মামা নুর আলম বগুড়া পৌরসভার বৃন্দাবন পাড়ার বাসিন্দা। থানায় মামলা ও ঘটনা জানাজানির পর নির্যাতনকারী বর্তমানে পলাতক রয়েছেন।
স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ‘যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক’, বগুড়া এর আহ্বায়ক এ্যাড. আল মাহমুদ, যুগ্ম-আহবায়ক মোস্তাফিজুর রহমান ফিজু, যুগ্ম-আহবায়ক ও ব্লাস্ট এর সমন্বয়কারী এ্যাড. আশরাফুন নাহার স্বপ্না সহ সকল নেটওয়ার্ক সদস্য এক যুক্ত বিবৃতিতে স্কুল শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেছেন। ঘটনা ও মামলার বেশ কিছুদিন অতিবাহিত হবার পরেও আসামী গ্রেফতার না হওয়ায় নেটওয়ার্ক নেতৃবৃন্দ ক্ষোভ জানিয়েছেন। একইসাথে নেটওয়ার্ক প্রতিনিধিবৃন্দ ঘটনার সাথে জড়িত প্রধান আসামী শিক্ষার্থীর মামা নুর আলম সহ অন্যান্য সহযোগী আপরাধীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।