বগুড়ায় খালে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু
স্টাফ রিপোর্টার: বগুড়ায় ৪র্থ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছে। মারা যাওয়া শিক্ষার্থীর নাম রবি(১১)। সে শিবগঞ্জ উপজেলার শহরতলী গ্রামের মহব্বত আলীর ছেলে। সে কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
রবির পরিবার জানায়, ঈদের পরেরদিন ২৬ মে, রবি তার মা’র সঙ্গে পার্শ্ববর্তী উথলী রথবাড়ী গ্রামের ঈদের দাওয়াত খেতে যায়। ২৭ মে সে তার নানা বাড়ির পার্শ্বে খালে গোসল করতে যায়। এরপর রবি বাড়িতে না আসায় তার মা বিভিন্ন জায়গায় খোঁজ খবর করতে থাকে। এক পর্যায়ে বাড়ির পার্শ্বে খালে পরে যেতে পরে যেতে পারে এমন ধারনা করে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটকে খবর দেয়। ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে যেয়ে খালের পানিতে খুঁজতে থাকে। না পেয়ে তারা তাদের কার্যক্রম শেষ করে মৃত দেহ খালের মধ্যে না থাকার ঘোষণা দিয়ে অভিযান শেষ করে ফিরে যায়। কিন্তু বৃহস্পতিবার দুপুরে একই খালে রবির লাশ ভেসে উঠলে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।