সেনাবাহিনী আরও যুগোপযোগী ও আধুনিক হয়ে গড়ে উঠবে-বগুড়ায় সেনাবাহিনী প্রধান
ষ্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, সেনাবাহিনীর সাঁজোয়া কোরের সদস্যরা ‘প্রাণ দেব, মান নয়’ মুলমন্ত্রে উজ্জীবিত। এই কোরের সদস্যগণ দেশের অভ্যন্তরীন যে কোন দুযোর্গময় মুহুর্ত ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতার সাথে অংশগ্রহন করছে। মহান স্বাধীনতা যুদ্ধে এই কোরের সদস্যদের অংশগ্রহনের এক গৌরবোজ্জল ইতিহাস রয়েছে। সেনাবাহিনী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞা বিচক্ষণতা ও দূরদর্শীতায় অদুর ভবিষ্যতে আরও যুগোপযোগী ও আধুনিক হয়ে গড়ে উঠবে।
বৃহস্পতিবার বগুড়া সেনানিবাসে আর্মড কোর সেন্টার এন্ড স্কুলে ৬ষ্ঠ সাজোঁয়া কোর পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
এসময় তিনি সাঁেজায়া কোর পুর্নমিলনী পরিদর্শন এবং অভিবাদন গ্রহন করেন। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক আমর্ড কোর এর অবসরপ্রাপ্ত ও চাকুরীরত কর্মকর্তা ও অন্যান্য পদবির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।