স্থানীয় খবর
নন্দীগ্রামে চোলাইমদ সহ গ্রেপ্তার ১
শেরপুর ডেস্ক: বগুড়ার নন্দীগ্রামে চোলাইমদ সহ একজন গ্রেপ্তার হয়েছে।
জানা গেছে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবিরের নির্দেশনায় (৮ অক্টোবর) রাত সাড়ে ১২ টায় থানা পুলিশ উপজেলার ইউসুবপুর গ্রামের বন্ধন চন্দ্র উরাওর ছেলে কসের চন্দ্র উরাওকে ১০ লিটার চোলাইমদ সহ গ্রেপ্তার করে। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত কসের চন্দ্র উরাওকে বগুড়া কোর্ট-হাজতে প্রেরণ করা হয়েছে।