স্থানীয় খবর
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের শিক্ষক ফজলে রাব্বী সহ নিহত ২
শেরপুর ডেস্ক: বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদিঘী উপজেলার বোয়ালিয়া নামকস্থানে শুক্রবার বেলা ৩ টার দিকে মোটর সাইকেলের সাথে ট্রাকের মুখোমুখী সংঘর্ষে শিক্ষক সহ দুই মোটর সাইকেল আরোহী নিহত ও মোটর সাইকেল চালক পুলিশ সদস্য আহত হয়েছেন।
নিহতরা হলো-বগুড়া জেলার শেরপুর উপজেলার কলেজরোড এলাকার নুরুল ইসলামের ছেলে শিক্ষক মো. ফজলে রাব্বী (৩৫) ও পাবনা জেলার বেড়া উপজেলার কৈয়াটোলা গ্রামের সোহরাব হোসেনের ছেলে জহুরুল ইসলাম (২৮)। এসময় মোটর সাইকেল চালক ঈশ্বরদী রেলওয়ে পুলিশে কর্মরত মো. মনিরুজ্জামান গুরুতর আহত হন। ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানিয়েছেন আদমদিঘী থানার অফিসার ইনচার্জ।