ধুনট জমে উঠেছে উপ-নির্বাচনের প্রচারণা
এম.এ রাশেদঃ বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ৪নং ওর্য়াডের ইউপি সদস্য পদে উপ-নির্বাচনের প্রচারণা শেষ মুর্হুতে জমে উঠেছে। আগামি ১৪ অক্টোবর সোমবার ওই আসনে ইউপি সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার মধ্যে রাত থেকে নির্বাচনী প্রচারণা শেষ হবে। তাই দেখা দিয়েছে প্রার্থীদের ঝুলিতে ভোট সংগ্রহের শেষ চেষ্টা।
এতে উজ্জল প্রাং (টিউবওয়েল), আব্দুল জলিল প্রাং (তালা), আব্দুল বারিক (মোরগ) ও মোজাহার আলী (ফুটবল) প্রতীক নিয়ে লড়ছেন। এলাকায় বয়বৃদ্ধ থেকে শুরু করে ছোট বড় সবার ভোটের আমেজ সৃষ্টি হয়েছে। ভোটারদের মাঝে নির্বাচনের দেখা দিয়ে প্রাণচঞ্চলতা। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট কামনা করছে। এলাকায় ভোটারা যেন উৎসব মুখর পরিবেশে যেন ভোট দিতে পারে সেই প্রত্যাশা আশা করছে।
কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ফটিক জানান, ৪ নং ওয়ার্ডের উপনিবার্চন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রার্থীরা শান্তিপূর্ন্যভাবে ভোটারদের কাছ থেকে ভোট চাইছে। উপনির্বাচন সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ জানান, ওই আসনে উপনির্বাচন সুষ্ঠ হওয়ার জন্য আইন শৃংখলা বাহিনী নিয়োজিত থাকবে। আগামী ১৩ তারিখে ভোটের সরঞ্জাম কেন্দ্রে পৌছানো হবে।