বগুড়ায় অতিরিক্ত পুলিশ সুপার সহ নতুন করে ১৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত
ষ্টাফ রির্পোটার: বগুড়া জেলা পুলিশের শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় সর্বোচ্চ আক্রান্ত ৫৭ জনের মধ্যে আরও ১৪ জন পুলিশ সদস্য রয়েছেন। তারা সদর থানা ও ফুলবাড়ি ফাঁড়িতে কর্মরত রয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, ‘গত ২৬ মে আমার জ্বর আসে । তিনদিন জ্বর থাকার কারণে ৩০ মে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিই। পরে মঙ্গলবার করোনায় পজিটিভ আসে।’ তিনি আরও বলেন, ‘আমার মূলত তিন দিন জ্বর ছিল। তবে এখন সেটাও নেই। এখন বলা চলে আমি উপসর্গহীন। তাই আমি বাড়িতে থেকেই চিকিৎসা চালিয়ে যাবো।’ মঙ্গলবার রাতে তিনি এই প্রতিনিধিকে বলেন তিনি সুস্থ্য আছেন তিনি সকলের দোওয়া কামনা করেছেন।
এদিকে, জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, মঙ্গলবার নতুন করে পুলিশের ১৫জন আক্রান্তদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান ছাড়াও একজন ইন্সপেক্টর, তিনজন এসআই, ৪জন এএসআই ও ৬জন কনস্টেবল রয়েছেন। তিনি আরও জানান, এই নিয়ে বগুড়ায় মোট ৪১জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন।