আদমদীঘি থেকে অপহৃত স্কুল ছাত্রী কাহালুতে উদ্ধার:মুল হোতা গ্রেফতার
আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহার পৌর বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্রী অপহরণের ৩দিন পর উদ্ধার সহ মূল অপহরণকারি আব্দুর রহিমকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে বগুড়ার কাহালু উপজেলা এলাকা থেকে উদ্ধার করা হয়। আসামী আব্দুর রহিম উপজেলার মালশন গ্রামের ইসরাইলের ছেলে। পরদিন মঙ্গলবার দুপুরে আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।
মামলার তদন্তকারি টিএসআই আব্দুল ওয়াদুদ জানান, আদমদীঘির মালশন গ্রামের দশম শ্রেনির স্কুল ছাত্রীকে বিদ্যালয়ে আসা যাবার পথে আব্দুর রহিম তাকে উত্যক্তসহ প্রেম নিবেদন করতো। বিষয়টি তার পরিবারকে জানানো হলেও সে মানেনা। গত ২৮ মে রাতের খাবার শেষে ওই ছাত্রী তার ঘরে শুয়ে ছিল। এসময় আব্দুর রহিম সহ তার সহযোগীতার তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে আব্দুর রহিম সহ ৫জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে গত সোমবার কাহালু এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার ও আসামী আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়।