স্থানীয় খবর
বগুরায় ৫শ’ পিস ইয়াবা সহ হাফ ডজন মামলার আসামি রাজ্জাক গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বাড়ি ভাড়া নিয়ে মাদক ব্যবসা করেও শেষ রক্ষা হলো না আলোচিত মাদক কারবারি হাফ ডজনেরও বেশি মাদক মামলার আসামী রাজ্জাক মিয়ার। অবশেষে ডিবি পুলিশের একটি টিম ৫শ’ পিস ইয়াবা সহ তাকে ধরে ফেলেছে। বগুড়া ডিবি’র ওসি মো: আছলাম আলী পিপিএম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে সদরের ছোট কুমিড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই পরিমাণ ইয়াবাসহ রাজ্জাক (৪৮) কে গ্রেফতার করা হয়। সেখানে সে মাঠের মধ্যে একটি বাড়ি ভাড়া নিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার বাড়ি শহরের মালগ্রাম মধ্যপাড়ায়। এর আগে সে মালগ্রামে মাদক ব্যবসা করতো। কিন্তু পুলিশের অভিযানের মুখে ছোট কুমিড়ায় এসে সে বাড়ি ভাড়া নিয়ে মাদক ব্যবসা শুরু করেছিল। মাদক বিক্রির অভিযোগে তার বিরুদ্ধে ৭ টি মামলা রয়েছে। ধৃত রাজ্জাক মালগ্রামের চাঁন মিয়ার ছেলে।