বগুড়ার সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হকের ইন্তেকাল : ডাবলু’র শোক
ষ্টাফ রির্পোটার: বগুড়ার সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার শুকলু ৪ জুন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না- লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি কর্মজীবনে বগুড়া সরকারী শাহসুলতান কলেজের অধ্যাপক ছিলেন। তিনি বগুড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ বেতার, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ, দৈনিক করতোয়া, দৈনিক উত্তরাঞ্চল পত্রিকার সাংবাদিক ছিলেন। তিনি দৈনিক উত্তরকোণ পত্রিকার প্রতিষ্ঠাকালীন সম্পাদক ছিলেন। ইতিপূর্বে তিনি রোটারী ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদক, এফপিএবি কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও বগুড়ার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি বগুড়া ডায়াবেটিক হাসপাতালের কোষাধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডে জড়িত ছিলেন।
তার মৃত্যুতে বগুড়া প্রেসক্লাবের অন্যতম সদস্য ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।