ধুনটে ১৬১ পিস ইয়াবা সহ আটক ৪
এম.এ রাশেদঃ বগুড়ার ধুনটে ১৬১ পিস ইয়াবা সহ ৪ জনকে আটক করে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। শনিবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। আটককৃতরা হলো উপজেলার গোপালনগর ইউনিয়নের রান্ডিলা গ্রামের আব্দুল মজিদের ছেলে সুজন মিয়া (২৮), সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের মল্লিকচান গ্রামের আবু তাহের মন্ডলের ছেলে শাহাদাৎ হোসেন (২৭), শেরপুর উপজেলার রয়োয়া এলাকার আব্দুল মজিদ শেখের ছেলে লুৎফর রহমান মিলন (৪০) ও একই উপজেলার সিমাবাড়ী এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে শাহীন বিশ্বাষ (৩৫)।
ধুনট থানার এসআই প্রদীপ কুমার বর্মণ জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গিয় ফোর্স নিয়ে মথুরাপুর ইউনিয়নের তালতলা এলাকা থেকে মাদক সহ তাদের কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৬১ পিস ইয়াবা জব্দ করা হয়। আটককৃতদের মধ্যে সুজন মিয়া ও শাহাদাৎ হোসেন বিারুদ্ধে পুর্বেরও মাদক মামলা রয়েছে।